অনলাইনে ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করার নিয়ম

ভোটার আইডি কার্ড প্রত্যেকটা নাগরিকের রয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি কার্ড এবং বিভিন্ন কাজে এই আইডি কার্ড এর প্রয়োজন পড়ে। ভোটার আইডি কার্ড শুধু ভোট দেয়ার ক্ষেত্রেই ব্যবহার হয় তা নয় বরং প্রতিটি দেশের নাগরিক নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে এই আইডি কার্ড যেকোন সময় ব্যবহার করতে পারে। বাংলাদেশে ১৮ বছরের নিচে কেউ ভোটার তালিকায় নিজের নাম লেখাতে পারে না। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, তারা অনলাইনে আপনাদের ভোটার আইডি কার্ড চেক করতে পারেন। ভোটার আইডি কার্ড চেক করার সয়ম আমাদের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়।

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক

সর্বপ্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের যেকোন একটি ব্রাউজার Open করুন এবং ভোটার আইডি কার্ড চেক করতে services.nidw.gov.bd ওয়েবসাইট এ ভিজিট কারুন। এরপর আপনার মোবাইল বা কম্পিউটারের স্কিনে একটি রেজিস্টার পেজ দেখতে পারবেন। যেহতু আপনি নতুন ভোটার তাই আপনাকে ভোটার আইডি কার্ড চেক করতে অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আরেকটি ধাপ আসবে সেটি ভালো করে পড়ুন।

ভোটার আইডি কার্ড চেক রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে এবং সেখানে ২টি অপশন দেখতে পারবেন, একটি হলো NID Card এর নম্বর অপরটি হলো ফর্ম নম্বর। এই ২টি অপশনের মাধ্যমে NID Card চেক করতে হবে এবং আপনি যেহেতু নতুন ভোটার আইডি চেক করতে চাচ্ছেন এবং এখনো NID Card পাননি, আবার NID Card এর নম্বরও নেই সেজন্য আপনাকে স্লিপ নম্বর দিয়ে NID Card চেক করতে হবে। আর যদি আপনার কাছে ভোটার আইডি কার্ডের নম্বর থাকে তাহলে NID Card কার্ডের নম্বর দিয়েই চেক করতে পারবেন।

ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো:

  • আপনার যদি ভোটার আইডি কার্ডের নম্বর থাকে তাহলে সেই নম্বরটি বসাবেন, আর যদি না থাকে তবে আপনি ফর্ম নম্বরের (স্লিপ নম্বর) নয় ডিজিটের নম্বরটি বসাবেন এবং এরপর আপনার জন্ম তারিখ সঠিকভাবে বসাবেন যাতে কোন তথ্য বসাতে ভুল না হয়। ক্যাপচা দেয়া থাকবে সেটি দিয়ে NID Card চেক করার জন্য এরপর নিচের Submit অপশনে ক্লিক করুন।
  • Number ও জন্ম তারিখ দেয়ার পর আপনার Account Information দিয়ে দিবেন, আপনি যে এলাকার ভোটার সে এলাকার নাম, বিভাগের নাম, জেলার নাম সমস্ত তথ্য ভোটার আইডি কার্ডে যেভাবে দেয়া রয়েছে তেমন ভাবেই দিবেন। এইসব তথ্য দিতে ভুল করলে আপনার রেজিস্ট্রেশন হবে না, তাই আপনার তথ্য সঠিকভাবে বসিয়ে দিবেন যাতে কোনভাবেই ভুল না হয়।
  • এখন আপনার মোবাইল নম্বর Verify করতে হবে, আপনার ভোটার ফর্মে যে মোবাইল নম্বরটি দিয়েছেন এই পেজে সেটি অটোমেটিক Show হয়ে যাবে। এখানে চাইলে আপনি পূর্বের নম্বর Change করে নতুন নম্বর দিতে পারবেন। এরপর ক্লিক অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি কোড আসবে সেটি বসিয়ে দিবেন এবং পরবর্তী অপশনের জন্য ক্লিক করবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড

স্মার্ট ফোন বা কম্পিউটার দিয়ে নতুন NID কার্ড দেখতে ও Download করতে পারবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যা যা প্রয়োজন হয়:

  • ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর লাগবে
  • জন্ম তারিখ
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা)
  • একটি Computer, Smart phone, Laptop
  • Active মোবাইল নম্বর (ওটিপি verification এর জন্য)
  • অন্য একটি Android smartphone (Face ভেরিফিকেশ এর জন্য)

ডাউনলোড করার নিয়ম

বাংলাদেশ র্নিবাচন কমিশন NID কার্ড চেক অথবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করা খুব একটা কঠিন কাজ নয়, যদি আপনি ভোটার আইডি কার্ড বের করার সমস্ত নিয়ম অনুসরণ করলে সহজেই অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

NID Wallet মোবাইল অ্যাপ ডাউনলোড

Face verification করার জন্য র্নিবাচন কমিশনের mobile অ্যাপ NID Wallet অপর Mobile এ Install করতে হবে। গুগল Play store এ গিয়ে NID Wallet লিখে Search করুন এবং Appটি Install করুন।

জাতীয় পরিচয় পত্র একাউন্টে রেজিস্ট্রেশন ও লগইন

ভোটার আইডি কার্ড নম্বর, স্লিপ নম্বর বা জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে NID সেবার Website এ Registration নিয়ম শেষ করুন।

আপনি যদি ২০১৯ সালের পর ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই স্লিপ নম্বর রয়েছে, তাহলে সেই স্লিপ নম্বর এর মাধ্যমে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই সহজেই জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

NID Wing এর রেজিস্ট্রেশন করেই NID কার্ড Download করে এবং লেমিনেটিং ও Print করে ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।

এরপর জাতীয় পরিচয় পত্রের Website এ সাইন আপ করতে হবে।

  • জাতীয় পরিচয় পত্র লিংক এ যান, নিজে একটি পেজ দেখতে পারবেন
  • রেজিস্ট্রেশন লিংক এ ক্লিক করুন।
  • ভোটার আইডি কার্ড / স্লিপ নম্বর বা স্মার্ট কার্ড নম্বর / জাতীয় পরিচয় পত্র নম্বরটি লিখুন। আপনার জন্ম তারিখ ও কোড বসিয়ে Submit করুন।
  • এরপর আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (জেলা, উপজেলা, বিভাগ) বাছায় করুন এবং সঠিক তথ্য বসিয়ে দিন।
  • উপরের সমস্ত তথ্য সঠিক হলে আপনার mobile নম্বর দেখাবে। আপনার Active একটি মোবাইল নম্বর দিয়ে Account verify করতে হবে।অবশ্যই আপনার দেয়া নম্বরটি সচল থাকতে হবে এবং হাতে থাকতে হবে, কারণ ওই নম্বরে একটি Verification ওটিপি যাবে।
  • এরপর আপনার নম্বরটি লখুন এবং Sent বাটনে ক্লিক করুন।
  • আপনার দেয়া মোবাইল নম্বরে ৬ ডিজিট এর কোড যাবে সেটি লিখুন ও বহার বাটনে ক্লিক করুন।
  • এখন ফেইস Verification এর জন্য QR কোড দেখাবে এনআইডি ওয়ালেট App দিয়ে কোডটি স্ক্যান করে আপনার Face verification করতে হবে।
  • ফেইস ভেরিফিকেশনের জন্য একটি QR কোড দেখাবে, াাপনি যে মোবাইলে এনআইডি ওয়ালেট Install করেছেন সেই মোবাইল হাতে নিন এবং App open করুন ও QR কোড স্ক্যান করুন।
  • আপনার face বরাবর সেলফি Camera ধরুন ও সোজাসুজি ভাবে তাকান এবং ঠিক থাকলে ছবিতে টিক মার্ক বা OK Notification দেখাবে।
  • এরপর, আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আপনার মাথা ডানে ও বামে একবার করে ঘোরাবেন এবং OK লেখা না দেখালে, পুনরায় আবার চেষ্টা করুন।
  • Face verification সম্পন্ন হয়ে গেলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে।
  • এখন Password সেট করুন। ভবিষ্যতে Face verification এর ঝামেলা ছাড়া Account login করতে হলে, সেট Password বাটনে ক্লিক করে আপনাকে একটি Password সেট করতে হবে।

Password সেট সঙ্গে সঙ্গে আপনার এন আইডি ওয়েবসাইটে login হয়ে যাবে, সেখানে আপনি আপনার ছবি এবং প্রোফাইল দেখতে পাবেন। ছবিতে দেখানো অপশন গুলোর একবারে নিচে Download অপশনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্র / NID কার্ড করে Download নিন।

ভোটার আইডি কার্ড ফেইস ভেরিফাই

Number verify শেষ হওয়ার পরে New একটি পেজ আপনার সামনে আসবে এই পেইজটিতে আপনি ভোটার আইডি কার্ড Wallet Install করতে হবে এবং আপনার যেহেতু ভোটার আইডি কার্ড তাই আপনার Face verify করতে হবে।

NID Card চেক করার জন্য Face verify করার দরকার হয়। আইডি কার্ড চেক করতে আপনি Face verify কিভাবে করবেন তার সহজ মাধ্যম নিম্নে বলে দিচ্ছি যাতে আপনি খুব সহজে NID Card চেক এবং Face verify করতে পারেন।

১-ধাপ: ভোটার আইডি কার্ড Wallet নামের একটি অ্যাপ আপনাকে Install করতে হবে, তার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের Play store ওপেন করে Search করুন, NID Wallet এন আইডি ওয়ালেট Search করার পর সর্বপ্রথম যে App আসবে সেটি Install করে নিন। 

২-ধাপ: App Install করার পর আপনি NID কার্ড Registration করার যে ধাপে ছিলেন সেখানে একটি লাল বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন, এরপর Tap to open NID Wallet লেখা দেখতে পারবেন সেটিতে ক্লিক করার পর পরেই আপনি আপনার Install করা App এ নিচে দেখবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে Verify করার জন্য একটি অপশন পেয়ে যাবেন।

৩-ধাপ: আপনার face verify কমপ্লিট হওয়ার পর Automatically NID কার্ড Registration করার যে ধাপে আপনি ছিলেন সে ধাপে আপনাকে নিয়ে যাবে এবং সে সাথে আপনি আপনার ফেইস Face verify Successful দেখতে পাবেন।

উপরে দেওয়া Face verify করার সব নিয়ম অনুসরণ করে আপনি verify করার কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং যখন Face verify করা শেষ করে আপনি NID কার্ড চেক করার জন্য পরবর্তী ধাপে যাবেন তখন আপনাকে Automatically নিয়ে যাবে।

NID কার্ড চেক করার জন্য আপনি যখন Face verify করা শেষ করবেন তখন আরেকটি পেইজ Automatically চলে আসবে এবং Profile picture এবং বাকি ভোটার তথ্য show হবে এবং এখানে password setup করতে বলবে। আপনি চাইলে password করতেও পারেন আবার না দিয়েও সামনের স্টেপে যেতে পারবেন, password setup করলে একটি সুবিধা হবে যে পরবর্তিতে যদি আপনি NID কার্ড আবার চেক করতে চান তাহলে খুব সহজেই ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করুন

তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রায় সব কাজ Online এ করে থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনকে অনলাইন আরো সহজ করে ‍তুলেছে। তাছাড়া এই অনলাইনের মাধ্যমে কাজ করে আমরা আমাদের মূল্যবান সময় বাচাতে পারি এবং প্রয়োজনীয় কাজও সহজভাবে সম্পাদন করতে পারি। অনলাইনে NID কার্ড যাচায় করতে আপনাকে প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের Website এ https://services.nidw.gov.bd/voter_center এ প্রবেশ করতে হবে। একটি বক্স আসবে সেখানে ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে কার্ড ডাউনলোড করতে হবে এবং NID কার্ডের কপি পেতে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর উপেরর মেনুবারে রেজিস্টার রয়েছে সেখানে https://services.nidw.gov.bd/nid.pub/claim-account এ Click করুন। ক্লিক করার পর নিচে একটি পেজ দেখতে পারবেন সেখানে আপনার সব তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। এখন পরের ফন্ম গুলো পূরণ করে আপনার Account সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন complete হওয়ার পর লগইন (login) করুন।

এখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার তথ্য পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার ভোটার আইডি কার্ড এর কপি বের করে নিতে পারবেন।

এই আর্টিকেলে NID কার্ড বা ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে চেক করতে হয়,ডাউনলোড করতে হয় এবং অনলাইন থেকে কিভাবে সংগ্রহ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বন্ধুরা NID কার্ড সম্পর্কে আরো কিছু জানতে চাইলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *